কম্পিউটার সফটওয়্যার কি? কম্পিটার ১০টি সফটওয়্যার এর নাম

কম্পিউটার সফটওয়্যার কি

কম্পিউটারের বিভিন্ন অংশকে কার্যকরী করে তোলার জন্য এবং গণনাকারী যন্ত্র হিসেবে কাজ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে এবং নির্দেশনা অনুযায়ী নতুন নতুন কাজ করা এবং কম্পিউটার পরিচালনা করতে সকল ধরনের এ কাজগুলোর সমন্বয়ে গঠিত  সফটওয়্যারকে কম্পিউটার সফটওয়্যার বলা হয়।

কম্পিউটার নির্দেশনা সামগ্রীগুলোকে কম্পিউটার সফটওয়্যার বলা হয়। তথ্য উপাত্তসংগ্রহ ও আনুমানিক বিভিন্ন কাজ সমূহ কে একত্রে সংরক্ষণ করা।

স্প্রেডশিড, ডাটাবেজ, নেটওয়ার্ক বা নেটওয়ার্ক বিভিন্ন কর্মকান্ড ইত্যাদি কম্পিউটার সফটওয়্যার এর বিভিন্ন অংশ। এছাড়া রয়েছে বিভিন্ন সরঞ্জাম বা মানুষের ব্যবহৃত কম্পিউটার স মূহের গুরুত্বপূর্ণ টুল সমূহ।

কম্পিউটারের লিখিত বিভিন্ন অংশ সমূহ মানুষের মুখের ভাষায় বা সরাসরি বাংলা ভাষায় লিখা হয় না তা মূলত বাইনারি ভাষায় কম্পিউটারের বোধগম্য ভাষাতে লেখা হয়।

বিভিন্ন আনুষাঙ্গিক কাজসমূহ মানুষের বোঝে তোলার জন্য এই কম্পিউটার সফটওয়্যার গুলো কার্যকরী ভূমিকা পালন করে।

আরো পড়ুন: সফটওয়্যার কি

কম্পিউটার সফটওয়্যার কি

১০টি কম্পিটার সফটওয়্যার এর নাম

কম্পিউটারের বিভিন্ন কাজে স্বার্থে কম্পিউটার সফটওয়্যার গুলো তৈরি করা হয়।

এ সফটওয়্যার গুলোর মাধ্যমে মানুষের অল্প সময়ে কম্পিউটারের বিভিন্ন কাজ সমূহ করতে সম্ভব হয়।

মজিলা ফায়ারবক্সসহ অন্যান্য আরো অনেকটি কম্পিউটার সফটওয়্যার রয়েছে যেগুলো কম্পিউটারের কাজকে মানুষের জন্য সহজ করে তোলে।

এছাড়া পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমসমূহ যেগুলো কার্যকারিতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বেশ কিছু কম্পিউটার সফটওয়্যার এর নাম নিম্নে দেয়া হলো :

  • Google Chrome,,,,
  • Mozila  Firefox,,,,,
  •   WinRAR৷৷ VLC,,,,
  • F.lux,,,,,
  • CCleaner,,,,,
  • BitTorrent,,,,,
  •  Internet Download Manager (IDM)৷৷ Avro Keyboard,,,,,
  • Team Viewer,,,,
  • Microsoft Office,,,,
  •  Adobe Photosho,,,,,
  •  Foxi Reade৷ Audacity,,,,,
  • etc.

আরো পড়ুন: সাইবার নিরাপত্তা কাকে বলে?

Previous Post
No Comment
Add Comment
comment url