সবার ওপরে কোহলি বিশ্বকাপে ফিল্ডিংয়ে
ফেবারিট হিসেবে খেলতে নেমে অনেক দাপটের সঙ্গেই বিশ্বকাপটা শুরু করেছে ভারত। নিজেদের প্রথম এই তিন ম্যাচের তিনটিতেই অনেক পরিষ্কার ব্যবধানে জিতেছে তারা। অস্ট্রেলিয়াকে আবার ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান ও শুরু করে ভারত। এরপর আবার দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে এমন ভাবে হারায় ৮ উইকেটে আর শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে এই ভারত উড়িয়ে দেয় ৭ উইকেটে। এমন দাপুটে জয়ে ব্যাটিং–বোলিং দুই এমন সময় জায়গাতেই দারুণ করেছে ভারত।
তবে আইসিসির এক পরিসংখ্যান বলছে,
যে,এই ভারত শুধু ব্যাট–বলেই নয়, ফিল্ডিংয়েও অনেক দারুণ নৈপুণ্য দেখিয়েছে। বিশ্বকাপে এখন এই পর্যন্ত সেরা (ইমপ্যাক্ট) ফিল্ডারও ভারতের। তিনি আর কেউ নন, এই হলো বিরাট কোহলি। ফিল্ডিংয়ে আইসিসির অনেকের কাছ থেকে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন কোহলি।
বিস্তারিত জানতে: এখানে ক্লিক করে দেখুন
ভারতের তিন ম্যাচে কোহলি এই ৩টি ক্যাচ নিয়েছেন। আবার গতকালের নিউজিল্যান্ড–আফগানিস্তান ম্যাচের এমন সময় আগপর্যন্ত প্রথম ১৩ দিনে উইকেটরক্ষক নন, আবার এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৫টি করে ক্যাচ নিয়েছেন এই নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও এই অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তবে এবার মাঠে কোহলি প্রভাব ও রেখেছেন সবচেয়ে বেশি। তাঁর সবার ওপরে নানা ভাবে থাকায় ভূমিকা রেখেছে রান বাঁচানো ও এই সব চাপের মুহূর্তে ফিল্ডিংও করার দক্ষতাও। যে কারণে এইসব মিলিয়ে এমন একটি রেটিং পয়েন্টও সর্বোচ্চ ২২.৩০ পয়েন্ট।
কোহলির ঠিক পরেই আবার আছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার এই জো রুট। ৪টি ক্যাচ ধরা রুটের এমন ভাবে এই পয়েন্ট ২১.৭৩। এ তালিকায় ৩ নম্বরে আছেন এই ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ওপেনারের আবার পয়েন্ট ২১.৩২। এ তিনজনের চেয়ে আবার অনেক বেশ পিছিয়ে থেকে ৪ নম্বরে আছেন এই নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে। যিনি ১৫.৫৪ পয়েন্ট এমন ভাবে পেয়েছেন। সেরা পাঁচে আছেন পাকিস্তানের এই অলরাউন্ডার শাদাব খান। বোলিংয়ের এমন কারণে সমালোচনার মুখে থাকা দাবিই তাই শাদাব ফিল্ডিংয়ে তেই পেয়েছেন ১৫.১৩ পয়েন্ট।
এ ছাড়া সেরা বিভিন্ন এমন দশে আছেন অস্ট্রেলিয়ার এই গ্লেন ম্যাক্সওয়েল (১৫), এবং আবার এই আফগানিস্তানের রহমত শাহ (১৩.৭৭), নিউজিল্যান্ডের এবং এই মিচেল স্যান্টনার (১৩.২৮), পাকিস্তানের ফখর জামান (১৩.০১) এবং আবার এই ভারতের ঈশান কিষান (১৩)।