বাংলাদেশ দলে খেলতে পারেন ভারতের বিপক্ষে এই ষষ্ঠ বোলার

ভালো উইকেট  এবং প্রতিপক্ষের শক্তিশালী ব্যাটিং এমন লাইনআপের কথা ভেবে ভারতের এই বিপক্ষে বাংলাদেশ একাদশে ষষ্ঠ একজন বোলার খেলানোও হতে পারে বলে জানিয়েছেন প্রধান এই কোচ চন্ডিকা হাথুরুসিংহে।


আফগানিস্তানের এমন ভাবে বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে ছিলেন মাহমুদউল্লাহ,এর ফলে স্বীকৃত পাঁচ বোলার নিয়ে এমন সে ম্যাচে খেলেছিল বাংলাদেশ। কিন্তু এই ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে ফেরানো হয় অফ স্পিনার আবার মেহেদী হাসানকে, ডেথ ওভারে বেশ ভালো বোলিং করেছিলেনও তিনি। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য আবার তাঁর জায়গায় খেলানো হয় নানা ভাবে মাহমুদউল্লাহকে। আটে নেমে মাহমুদউল্লাহর অপরাজিত আবার ৪১ রানের ইনিংস বাংলাদেশকে এনে দিয়েছিল ২৪৫ রানের স্কোর, কখনও যদি নিউজিল্যান্ডকে আটকাতে সেটি যথেষ্ট ও হয়নি।


বিস্তারিত জানতে:  এখানে ক্লিক করে দেখুন

পুনের মহারাষ্ট্র ক্রিকেট এমন একটা অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আরেকজন বোলারকে খুব দরকার হতে পারে, হাথুরুসিংহে মনে করছেন এমন।তাই এই সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ বলেছেন, যে ‘এ উইকেটে আদর্শ কম্বিনেশন হতে পারে, আপনার বোলিংয়ে বাড়তি একটা একজনকে দরকার। কারণ, উইকেট বেশ ভালো হতে যাচ্ছে, আর ভারতও অনেক বেশ শক্তিশালী ব্যাটিং দল। ফলে এ দিকটি বিবেচনা করার কথাগুলো ভাবছি আমরা।’



মাহমুদউল্লাহ ও মেহেদী ছাড়া এই স্কোয়াডে আছেন দুজন পেসার—তানজিম হাসান ও হাসান মাহমুদ ও একজন স্পিনার—নাসুম আহমেদ। তবে পরের তিনজন আবার এখনো এমন ম্যাচ খেলেননি। ভারতের বিপক্ষে বাড়তি বোলার হিসেবে খেলালে একাদশে কে আসবেন, সেটি নির্দিষ্ট করে বলেননি এই হাথুরুসিংহে। ভারতের ব্যাটিং লাইনআপে ডানহাতি ব্যাটসম্যানদের এমন আধিক্যের কারণে মেহেদী হাসানকে খেলানো হবে কি না, হোক সেটি প্রশ্ন। হাথুরুসিংহে শুধু বলেছেন, ‘আমাদের ভারতের বিপক্ষে অনেক পরিকল্পনা আছে। হয়তো উইকেট ও প্রতিপক্ষ অনুযায়ী অনেক বেশি আমাদের ভিন্ন ভিন্ন কম্বিনেশন খেলাব।’


একাদশের সমন্বয়ের বাইরে এমন ভাবে টসে জিতে নেওয়া সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেটি অবশ্য সেটা অনেক নিশ্চিত নয়। প্রথম তিন ম্যাচেই জেতা ভারত সব এমন কটিতেই পরে ব্যাটিং করেছে। এর মধ্যে শুধু আফগানিস্তানের বিপক্ষেই এই ২০০-এর বেশি রান তাড়া করতে হয়েছে স্বাগতিকদের তাই, তবে সেবারও ২৭৩ রানের লক্ষ্য করা থেকে তারা পেরিয়ে গিয়েছিল আবার ১৫ ওভার হাতে রেখেই।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url