নিউজিল্যান্ড বাংলাদেশ ম্যাচে বড় ভূমিকা রাখবে স্পিনাররা
নিউজিল্যান্ড বাংলাদেশ ম্যাচে বড় ভূমিকা রাখবে স্পিনাররা
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে-নিউজিল্যান্ড। চেন্নাইয়ে এম এ চিদাম্বরাম স্টডিয়ামে শুক্রবার ২:৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। এই মেসে দুই দলের স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের আসলেই কিছুটা চ্যালেঞ্জ। এটা আসলেই প্রতিটা ম্যাচেই কারণ আপনি জানেন এটা এমন একটা ফরমেট যেখানে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। এটাতে কোন সন্দেহ নেই যে দুই দলের বেশ কিছু ভাল স্পিনার আছে। তারা কালকের ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে। আমরা আসলে কি করতে পারি আমাদের প্লেয়াররা কি করতে পারে সেদিকেই আমাদের নজর থাকবে।
চেন্নাইয়ের মাঠে গড়াগড়ি স্পিন সহায়ক হয়ে থাকে। ভারত অস্ট্রেলিয়া ম্যাচের স্পিনারদের ভালো করতে দেখা গেছে। অস্ট্রেলিয়াকে হারানো সেই ম্যাচের ঐশ্বর মার দল তিনজনই স্পিনার নিয়ে নেমেছিল।
উপমহাদেশের কোন ডিসনে বাংলাদেশ ভালো দল এটা স্বীকার করে নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। লিটন দাস নাজমুল হোসেন শান্তর ম্যাচ জিতিয়ে আসতে পারেন বলেও মনে করেছেন।
তিনি আরো বলেন উপমহাদেশের কন্ডিশন বলতেই হয়। তাদের দলে বেশকিছু ম্যাচ উইনার আছে আমি আগেই বললাম। এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে প্রতিটা দলেই চ্যালেঞ্জ জানানোর সক্ষমতা আছে। আসলেই দল হয়ে খেলা গুরুত্বপূর্ণ। কারণ এটা লম্বা টুর্নামেন্ট।