আবেগী স্ট্যাটাস সাকিব পত্নী উম্মে আল হাসান শিশিরের ।
খেলা,, ক্রিকেট
আবেগী স্ট্যাটাস সাকিব পত্নী উম্মে আল হাসান শিশিরের ।
নিজের অফিসিয়াল ফেইসবুকে তিনি(শিশির) রোববার রাত পৌনে আটটায় সাকিব আল হাসান কে নিয়ে একটি স্ট্যাটাস দেন যেখানে তিনি লিখেন। জয় বা হার কোন ব্যাপার না।একটি পরিবার হিসেবে আমরা সবসময় তোমার সাথে আছি। তুমি তোমার শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে জানো। আমরা অনেক দূর এসেছি কিন্তু এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। এটাই শেষ নয়, উপভোগ করো! যাই হোক না কেন, তুমি জানো তোমার পরিবার তোমার জন্য আছে।
খেলা, বিস্তারিত জানতে: এখানে ক্লিক করে দেখুন
এদিকে বিশ্বকাপ খেলতে বর্তমানে ভারতে আছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দারুন সূচনা করে টিম টাইগার।
বিশ্বকাপে যাওয়ার আগে দল ঘোষণা নিয়ে হয়েছে নানা গুঞ্জন।সাকিব আল হাসানকে নিয়ে হয়েছে নানা সমালোচনা । সাকিব আল হাসানের কারণেই বিশ্বকাপ দলে জায়গা হয়নি দেশ সেরা ওপেনার তামিম ইকবালের এমন গুঞ্জন ও শোনা গিয়েছে। এছাড়া সাকিবের চাওয়াতেই নাকি তামিম ইকবালের ভাই নাফিস ইকবালকেও বিশ্বকাপে ম্যানেজার হিসেবে রাখা হয়নি।
আলোচনা সমালোচনায়ই থাকা সাকিবকে সাহস জোগাতেই হয়তো এমন আবেগী স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ কাপ্তান সাকিব আল হাসানের স্ত্রী শিশির