হাড়ের পর এবার জরিমানার কবলে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান এবং তার দল।

 খেলা,, ক্রিকেট 

হাড়ের পর এবার জরিমানার কবলে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান এবং তার দল।

২০২৩ এবারের স্লো ওভার-রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশকে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারার দিনে ম্যাচ ফি- এর ৫ শতাংশ জরিমানার কবলে পড়ল সাকিব আল হাসানের দল। এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ স্লো ওভার-রেটের কারণে শাস্তির আওতায় পড়ল।

স্লো ওভার রেট এমন একটি নিয়ম। যেখানে কোনো দলের জন্য ইনিংস শেষ করতে যে সময় বরাদ্দ থাকে  তা যদি কোনোভাবে সঠিক ভাবে বা  সেই দল অতিক্রম করে ফেলে এবং খেলা চালিয়ে নিয়ে যায়– সেক্ষেত্রে সেই দল স্লো ওভার রেটের কারণে জরিমানার আওতায় পড়তে হবে।

 বিস্তারিত জানতে:  এখানে ক্লিক করে দেখুন

১০ অক্টোবর  বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ভারতের ধরমশালায়। সেই ম্যাচে বাংলাদেশ দলের যে সময়ে ইনিংস শেষ করতে হতো। সে সময় সেখান থেকে ১ ওভারের পার্থক্য তৈরি হয়। যার ফলে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের হস্তক্ষেপে এই জরিমানা কার্যকর হয় সাকিবের দলের উপর।

আইসিসি ক্রিকেট আইনের ২.২২ ধারা অনুসারে কোনো দলের খেলোয়াড়– যে ন্যূনতম ওভার রেটের সাথে সম্পৃক্ত। তাঁদের জন্য প্রতি ওভার পার্থক্য তৈরির জন্য ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানার বিধান  করা রয়েছে।

 এই হিসেব অনুযায়ী।বাংলাদেশ দলকে ৫ শতাংশ জরিমানা প্রদান করতে হবে। সাকিব তাঁর দলের পক্ষে এই শাস্তি গ্রহণ করেছেন। এবং এর ফলে কোন ধরনের শুনানির প্রয়োজন হয়নি। মাঠ আম্পায়ার আহসান রাজা ও পল উইলসন।তৃতীয় আম্পায়ার আড্রিয়ান হল্ডস্টোক এবং চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা এই রায়ের ব্যাপারে সমমত ছিলেন তারা দুজন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url