এবারের বিশ্বকাপে বাবরের চেয়ে কোহলি কে এগিয়ে রাখলেন শেবাগ।
খেলা,, ক্রিকেট
এবারের বিশ্বকাপে বাবরের চেয়ে কোহলি কে এগিয়ে রাখলেন শেবাগ।
বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর ও কোহলি। পাকিস্তানের যেমন ভরসার প্রতীক বাবুর। ঠিক তেমনি কোহলির ব্যাটের দিকে তাকিয়ে থাকে ভারতীয় সমর্থকেরা।
বিশ্বকাপে এই দুজনের মধ্য কে সবচেয়ে বেশি রান করবেন তা নিজেদের মতো করে মতামত দিচ্ছেন সাবেক ক্রিকেটার বিশ্লেষকরা। কেউ কোহলিকে টুর্নামেন্ট সেরা বেটার হিসাবে দেখছেন তো কেউ আবার বাবুর কে দেখছেন। তো চুপ করে থাকেনি ভারতের সাবেক ওপেনার শেবাগও।
তার মতে বিশ্বকাপে বাবর এর চেয়ে কোহলি ভালো করা সম্ভাবনা বেশি এবার। কি কারনে কোহলি ভালো করবেন সেটির ব্যাখ্যাও দিয়েছেন শেবাগ। ক্রিকবাজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন।
বাবুর আজম একজন ভালো খেলোয়াড়। সে বড় রান করতে পারে। তবে আমি বিরাট কোহলির মধ্য যে ক্ষুধা দেখি , তা আর কারোর মধ্যেও আমি দেখি না। এমনকি আজও একই আবেগ এবং মানসিকতা নিয়ে সে মাঠে নামে।
বিস্তারিত জানতে: এখানে ক্লিক করে দেখুন
পাকিস্তানের দলের বাবর এর উপর নির্ভরশীলতা বেশি। এই কারণেই বিশ্বকাপে কোহলির চেয়ে পিছিয়ে থাকবেন বাবর এমনটাই মনে করেন শেবাগ। তার মতে ভারত শুধুমাত্র কোহলির উপর নির্ভরশীল নয়। তাই কোহলির চাপ থাকে কম এবং ভালো করার সম্ভাবনাও বেড়ে যায়।
বাবুর ভালো ব্যাটসম্যান। ব্যাপার হচ্ছে দল তার উপর নির্ভরশীল কিন্তু ভারত শুধুই কোহলির উপর নির্ভরশীলই নয়। তার কাজ সহজ করার জন্য দলে আরো ব্যাটসম্যান আছে।
তারা যখন কোন দল একজন খেলোয়ারের উপর বেশি নির্ভর করে তখন সে খেলোয়াড়ের উপর অনেক চাপ থাকে। এবং তাদের পারফরম্যান্স ও তখন আরো অত ভালো হয় না বলেছেন শেবাগ।বিশ্বকাপের আগে দারুন ছন্দে আছেন বাবুরও কোহলি। তবে দেখা যাক এই টুর্নামেন্টে কে কাকে ছাড়িয়ে যায়।