পাওয়ার প্লেতে বাংলাদেশের প্রাপ্তি ইব্রাহিমের উইকেট
খেলা,, ক্রিকেট
পাওয়ার প্লেতে বাংলাদেশের প্রাপ্তি ইব্রাহিমের উইকেট
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাওয়ার প্লেত আফগানিস্তানের এক উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। হাশমতউল্লাহ শহিদির দলের সংগ্রহ 10 ওভারে এক উইকেট হারিয়ে ৫০ রান। রহমতুল্লাহ গুরবাজ অপরাজিত আছেন ২৪ রানে। রহমত শাহ দুই রানে ব্যাটিং করছেন।
প্রসেজিতের আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তবে অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে পারেনি টাইগার বলাররা। শুরু থেকেই আক্রমণ ব্যাটিং করছেন এই দুই আফগানিস্তানের ওপেনাররা।
খেলা, বিস্তারিত জানতে: এখানে ক্লিক করে দেখুন
ধর্মশালার উইকেট থেকে কোন সুবিধা আদাই করতে পারেনি তাসকিন ও শরিফুলরা। তাদের বাজে গল্পের এই বাউন্ডারিতে পরিণত করেছেন প্রতিপক্ষ দুই ব্যাটসম্যান। ৫০ বলে 47 রানের জুটি করেন তারা। সেট ব্যাটসম্যান ইব্রাহিম কে ফিরিয়ে বাংলাদেশের প্রথম উইকেট এনে দেন সাকিব। পাওয়ার প্লেতে স্যার বলার কে আক্রমণ নিয়ে এসেছেন টাইগার অধিনায় সাকিব আল হাসান।